এসময় দলের চার লিগ ম্যাচের তিনটিতে
খেলে পাঁচ গোল করেন এই ফরাসি স্ট্রাইকার। আতলেতিকো মাদ্রিদ, এলচে ও সেল্তা ভিগোর বিপক্ষে
পান জালের দেখা।
সব মিলিয়ে আসরে ২৪ ম্যাচে ১৭ গোল করেছেন
বেনজেমা; এর মধ্যে পাঁচবার করেছেন জোড়া গোল, যার মধ্যে তিনবার ঘরের মাঠে (এলচে, আথলেতিক
বিলবাও ও ওয়েস্কার বিপক্ষে) এবং দুইবার প্রতিপক্ষের মাঠে (সেল্তা ভিগো ও আলাভেসের বিপক্ষে)।
ফেব্রুয়ারির সেরা হয়েছিলেন বার্সেলোনা
অধিনায়ক লিওনেল মেসি।
বাংলাদেশ সময় শনিবার রাত সোয়া ৮টায়
ঘরের মাঠে এইবারের বিপক্ষে খেলবে রিয়াল।
২৮ রাউন্ড শেষে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ
টেবিলের শীর্ষে আতলেতিকো। দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬২। চিরপ্রতিদ্বন্দ্বীদের
চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।