শনিবার কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমীন এ ভ্রাম্যমাণ
আদালতের নেতৃত্ব দেন।
কাজী হাফিজুল আমীন জানান, কালিয়াকৈর উপজেলার কোটবাড়ী ও জাঙ্গালিয়া এলাকায়
অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিল। এতে পরিবেশের ক্ষতি হচ্ছিল।
খবর পেয়ে শনিবার গাজীপুর পরিবেশ অধিদপ্তর ও কালিয়াকৈর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ
আদালত পরিচালনা করে।
এক পর্যায়ে কয়লা ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে
যায়। এ সময় কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করা বিশাল আকারের পাঁচটি চুল্লি ভেঙে দেওয়া হয়েছে।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, এসব কয়লা
বিভিন্ন খাবারের দোকানসহ স্বর্ণকারের দোকানে বিক্রি করে থাকে এরা।