ক্যাটাগরি

ব্যাংককে অগ্নিদগ্ধ তিনতলা বাড়ি ধসে নিহত ৫

স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার সকালে ভবনটিতে আগুন লাগে, প্রায় এক ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হয়। আগুন লাগার কারণ জানা যায়নি।

গণমাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, আগুনে পুড়ে ভবনটি কালো হয়ে গেছে এবং দমকল কর্মীরা পাইপ দিয়ে সেখানে পানি ছিটাচ্ছেন, এরই এক পর্যায়ে ভবনটি হঠাৎ করে ধসে পড়ে।

রয়টার্স জানিয়েছে, এ ঘটনার ঠিক আগে একজন দমকল কর্মী ভালোভাবে দেখার জন্য বাড়িটির দেয়ালে মই লাগিয়ে সেটি বেয়ে উঠতে শুরু করেছিলেন, তখনই ভবনটি ধসে পড়ে আর তিনি অল্পের জন্য রক্ষা পান।

আরেক দমকল কর্মী যিনি ঘটনার ভিডিও ধারণ করে তার ফেইসবুক একাউন্টে পোস্ট করেছেন রয়টার্সকে বলেছেন, “কিছু একটা ভেঙে যাচ্ছে এমন শব্দ পেলাম আর মূহুর্তের মধ্যে পুরো ভবনটি ধসে পড়ল।”

ভবনটির অবস্থা দুর্বল দেখাচ্ছিল আর তাই উদ্ধারকারী দলকে সেখান থেকে বের হয়ে আসতে বলা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

গণমাধ্যমের প্রতিবেদনে পাঁচ জন নিহতের কথা বলা হয়েছে। তাদের মধ্যে চার জন উদ্ধার কর্মী ও একজন ভবনটির বাসিন্দা বলে জানা গেছে।  

ব্যাংককের স্থানীয় সময় সন্ধ্যায় জীবিতদের খোঁজে অনুসন্ধান বন্ধ ঘোষাণা করা হয় বলে রয়টার্স জানিয়েছে।