সোমবার দুপুরে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ফেলোশিপ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।
দেশের ছয়টি বিভাগ থেকে মোট ১৬ জনকে বিভাগীয় মিডিয়া ফেলোশিপ-২০২০ দেওয়া
হয়।
ফেলোশিপ পেয়েছেন চট্টগ্রামে সিপ্লাসের নিউজ এডিটর স্বরূপ ভট্টাচার্য্য,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মিঠুন চৌধুরী, দৈনিক গণমুক্তির আহসান হাবিবুল আলম, বৈশাখী
টিভির নাঈমুল ইসলাম চৌধুরী ও দেশ রূপান্তরের নয়ন চক্রবর্তী, রাজশাহীর মো. রেমন আলী,
খুলনার সাইফুল ইসলাম, রংপুরের ডেইলি অবজারভারের লাবনী ইয়াসমিন, জাগো নিউজের জিতু কবীর,
ঢাকা পোস্টের ফরহাদুজ্জামান ফারুক ও ডিবিসি নিউজের নাজমুল ইসলাম নিশাত, সিলেটের সুবর্ণা
হামিদ, সাত্তার আজাদ ও নাসির উদ্দিন, ময়মনসিংহ থেকে সুলতান মাহমুদ কনিক, আবু সালেহ
মো. মুসা।
ইউএসএআইডির আর্থিক সহায়তায়-২০১৭ সাল থেকে বিভাগীয় পর্যায়ে মিডিয়া ফেলোশিপ
দেওয়া হচ্ছে।
এবার প্রিন্ট ও অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে ছয়টি বিভাগ থেকে ফেলোশিপ অ্যাওয়ার্ড
দেওয়া হয়। এছাড়া ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর স্বীকৃতি ও সচেতনতা বাড়াতে গণমাধ্যমকে
যুক্ত করার লক্ষ্যে ২০১১ সাল কেন্দ্রীয়ভাবে মিডিয়া ফেলোশিপ দিচ্ছে ‘বন্ধু’।
ভার্চুয়াল অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের
অতিরিক্ত কমিশনার (মিডিয়া) ইফতেখারুল ইসলাম, সিনিয়র হিউম্যান রাইটস এডভাইজর টু দ্য
ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ হুমা খান, ইউএসএআইডির প্রতিনিধি স্লাভিকা
রেডোসেভিক, ‘বন্ধু’র নির্বাহী পরিচালক সালেহ আহমেদ প্রমুখ।
সমাপনী বক্তব্য রাখেন বন্ধু সংস্থার পরিচালক (পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড
হিউম্যান রাইটস) উম্মে ফারহানা জারিফ কান্তা।