সোমবার রাতে ফেনী জেলা পরিষদ সদস্য ও সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফারুক হোসেন ওই যুবককে আটক করে পুলিশে হস্তান্তর করেন বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম পলাশ জানান।
গ্রেপ্তার নুরুল আফসার (২৬) উপজেলার আহমদপুর গ্রামের টেন্ডলবাড়ির সিরাজুল ইসলামের ছেলে। সে জনতা ব্যাংক স্থানীয় মতিগঞ্জ শাখায় চুক্তিভিত্তিক পিয়ন (এমএলএসএস) হিসেবে কর্মরত।
ওসি বলেন, এ ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে নরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।