প্রাথমিকভাবে এতে অংশ নিতে ৬৭ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক হাজার চারশ জনের বেশি শিক্ষার্থী আবেদন করেন। তাদের মধ্য থেকে ৩৫৭ জনকে নির্বাচিত করা হয়। এটি ১২ সপ্তাহের কর্মসূচী
এটি।
এ উদ্যোগের লক্ষ্য অংশগ্রহণকারীদের যোগাযোগ দক্ষতা, উদ্যোক্তা বিষয়ক দক্ষতা এবং ডিজিটাল দক্ষতা বাড়ানো। দেশে ও বৈশ্বিকভাবে অত্যন্ত প্রতিযোগিতামূলক চাকরির বাজারে
নিজেদের উপস্থাপন
এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটানো।
গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ভার্চুয়াল মাধ্যমে ‘একপ্লোরারস ২.০’এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মোবাইল ফোন অপারেটরটি জানায়, ওরিয়েন্টেশন সেশন আয়োজনের মাধ্যমে সম্প্রতি একপ্লোরারস ২.০ যাত্রা শুরু করে। এতে সারাদেশ থেকে সম্ভাবনাময় ৩৪০ শিক্ষার্থী অংশ নেন।
জুনাইদ আহমেদ পলক বলেন,“তরুণরাই আমাদের দেশের অন্যতম শক্তির উৎস। দেশের উন্নয়নে তরুণদের উন্নয়ন অত্যাবশ্যক। এক্ষেত্রে, দেশের তরুণরা কীভাবে তাদের প্রস্তুত করতে পারে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অফুরন্ত সম্ভাবনা উন্মোচন করতে পারে, তা পরিকল্পনায় গ্রামীণফোন এক্সপ্লোরারস ২.০ এর মতো উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বছর জিপি এক্সপ্লোরার ২.০ এ অংশগ্রহণকারী ও মেন্টরদের মধ্যে ভার্চুয়াল ও রিয়েল টাইম এনগেজমেন্ট অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য থাকবে অংশগ্রহণকারীদের যোগাযোগে দক্ষতা, উদ্যোক্তা বিষয়ক দক্ষতা এবং ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করা।
এ কর্মসূচীতে ৭০ শতাংশ লার্নিং হবে অনলাইনে। এছাড়া সমন্বয়মূলক কার্যক্রমের অংশ হিসেবে ৩০ শতাংশ সরাসরি ক্লাস হবে। থাকবে নিয়মিত কাউন্সেলিং ও এক্সপেরিয়েন্স শেয়ারিং সেশন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “জিপি এক্সপ্লোরারের প্রথম সিজন সফলভাবে শেষ হয়েছে। তখনকার অংশগ্রহণকারীরা এখন আমাদের করপোরেট ইকোসিস্টেমের মধ্যে খুব ভাল করছে। জিপি এক্সপ্লোরার ২.০ -এর মাধ্যমেও এবার আরও ভবিষ্যতের নেতৃত্ব খুঁজে পাওয়ার ব্যাপারে প্রত্যাশী।“
অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের হেড অব হিউম্যান রিসোর্সেস সাদ জসিম, গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দ তানভীর হোসেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হিউম্যান রিসোর্সের ইউনিট চিফ লামিয়া বুশরা উপস্থিত ছিলেন।
গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশারের পরিচালনায় জিপি এক্সপ্লোরার কনসেপ্ট ও কাঠামো তুলে ধরেন ফারহানা ইসলাম।