বুধবার
সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে আনা হয়।
প্রতীকী ছবি
মঙ্গলবার
রাত ১১টার দিকে নাটোরের গুরুদাসপুরে নিহতের ছোট ভাই এ খুন করেন বলে অভিযোগ করা
হচ্ছে।
নিহত ভাই
আব্দুল খালেক (৫৫) গুরুদাসপুর উপজেলার হাট পুরুলিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ
সুপার লিটন কুমার সাহা জানান, ময়নাতদন্ত শেষে আব্দুল খালেকের লাশ তার স্বজনদের
কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ
জানায়, পুরুলিয়া গ্রামে জমি নিয়ে বিতর্কের এক পর্যায়ে ছোট ভাই আব্দুল মালেক হাসুয়া
দিয়ে বড় ভাই আব্দুল খালেককে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।