ক্যাটাগরি

কারাতে প্রিয়া, অন্তরার সোনার হাসি

আগের দিন কারাতে নারী একক কাতায় নু মে মারমার কাছে হেরে যাওয়া অন্তরা অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণি কুমিতে সোনা জিতেছেন। বান্দরবানের মেসাই ওয়াং রুপা এবং পুলিশের তাসলিমা খাতুন ও সেনাবাহিনীর হাসিনা খাতুন এ ইভেন্টে পেয়েছেন ব্রোঞ্জ।

নেপালের কাঠমাণ্ডু-পোখারার দক্ষিণ এশিয়ান গেমসে কুমিতে মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজিতে পাকিস্তানের কৌসরা সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছিলেন প্রিয়া। এরপর অনূর্ধ্ব-৬১ কেজিতেও স্বাগতিক নেপালের অনু গুরুংকে ৫-২ পয়েন্টে হারিয়ে সেরা হয়েছিলেন অন্তরা।

বুধবার বান্দরবানের জেলা জিমন্যাশিয়ামে নারীদের অনূর্ধ্ব-৫৫ কেজি কুমিতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিয়া সেরা হন। এ ইভেন্টে বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস সুমি রুপা এবং গাজীপুরের নাইমা সিকদার ও সুনামগঞ্জের কামরুন নাহার হ্যাপি ব্রোঞ্জ পেয়েছেন।

পুরুষ অনূর্ধ্ব-৬০ কেজি কুমিতে সেনাবাহিনীর আল আমিন ইসলাম সোনা, স্পারসোর ইউসুফ আলী রুপা ও নারায়ণগঞ্জের রাব্বি আলী ব্রোঞ্জপদক জেতেন।

পুরুষ অনূর্ধ্ব-৬৭ কেজি কুমিতে আনসারের জর্জিস আনোয়ার নাইম সোনা, সেনাবাহিনীর ফেরদাউস রুপা এবং ঢাকার বাচিং মং মার্মা ও বিকেএসপির নাফিউল ইসলাম ব্রোঞ্জপদক পেয়েছেন।