কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান শাহনাজ পারভীন বলেন, ২০২০ সালের ৭ এপ্রিল কলেজের তৃতীয় তলায় মাইক্রোবায়োলোজি বিভাগের ল্যাবে পিসিআর মেশিন বসিয়ে নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়। এরপর এক বছরে মেশিনটি একদিনের জন্যও বন্ধ রাখা সম্ভব হয়নি। কয়েক মাস নমুনা কম ছিল।
“সম্প্রতি প্রতিদিন সক্ষমতার প্রায় দ্বিগুণ নমুনা জমা পড়ছে। তাই পরীক্ষা শেষে প্রতিবেদন দিতে তিন-চার দিন সময় লাগছে।”
তারা একদিনে সর্বোচ্চ ২৮২টি নমুনা পরীক্ষা করতে পারেন জানিয়ে তিনি বলেন, সেখানে প্রতিদিন নমুনা জমা পড়ছে ছয় শতাধিক। বিদেশে যেতে পরীক্ষা বাধ্যতামূলক হওয়ায় বিদেশগামীদেরও বড় একটি অংশ প্রতিদিন নমুনা দিচ্ছেন। ফলে ফল পেতে সময় লাগছে।
সঠিকভাবে রোগ নির্ণয়ের জন্য খুলনায় আরেকটি পিসিআর মেশিন প্রয়োজন বলে জানিয়েছেন কলেজের উপাধ্যক্ষ, করোনা প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনা কমিটির সমন্বয়কারী মেহেদী নেওয়াজ।