ক্যাটাগরি

কুষ্টিয়ায় গড়াই নদীর রেল-সেতুর স্লিপারে আগুন

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কুমারখালী উপজেলার কয়া এলাকায় ব্রিজের স্লিপারে
আগুনের ধোঁয়া দেখে স্থানীয়রা ‘৯৯৯’ এ ফোন দেয়।

কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

কুমারখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, সকাল ৮টার
দিকে খবর পেয়ে ঘটনাস্থল কয়া এলাকার গড়াই রেলসেতুতে গিয়ে একটি কাঠের স্লিপারে আগুন ও
ধোঁয়া উঠতে দেখেন।

তাৎক্ষণিকভাবে রিজার্ভ পানি দিয়েই নেই আগুন নেভান তারা।

পোড়াদাহ রেলওয়ে জংশনের রেলওয়ে থানার ওসি খোন্দকার মোহাম্মদ জসিম উদ্দিন
জানান, এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতার চেষ্টা তা খতিয়ে দেখছে রেলওয়ে পুলিশ।

ইতিমধ্যে রেল পুলিশের দুটো টিম তদন্ত শুরু করেছে।