ক্যাটাগরি

সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

এক
শোকবার্তায় তিনি বলেছেন, “সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

ঢাকার
একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা পৌনে ১২টায় মৃত্যু হয় হাসান শাহরিয়ারের। তার
বয়স হয়েছিল ৭৬ বছর।

হাসান
শাহরিয়ার সর্বশেষ দৈনিক ইত্তেফাকে নির্বাহী সম্পাদক পদে ছিলেন।

রাষ্ট্রপতি প্রয়াত হাসান শাহরিয়ারের রুহের মাগফিরাত কামনা করেছেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।