রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, উদ্যোগের স্বার্থে র্যাভেনসউড ফ্যামিলি হেলথ সেন্টারের সঙ্গে যোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে সম্প্রতি জানিয়েছেন প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ।
তিনি লিখেছেন, “আমরা অঙ্গরাজ্যের চারটি প্রবল তোপের মুখে পড়া অঞ্চলে মোবাইল ভ্যাকসিনেশন ক্লিনিক সমর্থনে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য এবং স্থানীয় অলাভজনক সংস্থার সঙ্গেও যোগ দিচ্ছি।”
এ বছরের শুরুতে সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানটি মানুষকে কোভিড-১৯ টিকা কেন্দ্রের খোঁজ দিতে নতুন টুল নিয়ে আসার খবর জানিয়েছিল। ওই টুলের মাধ্যমে কোথায় টিকা নেওয়া যাবে তা জানতে পারতেন আগ্রহীরা।
এ ছাড়াও নিজেদের ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে কোভিড-১৯ তথ্য পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল প্রতিষ্ঠানটি।
ফেইসবুক নিজেদের প্রধান কার্যালয় এ বছরের মে থেকে খুলে দেওয়ার পরিকল্পনা করেছে। যদি কোভিড-১৯ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে থাকে, তাহলেই শুধু পরিকল্পনা অনুসারে কার্যালয় খুলবে প্রতিষ্ঠানটি।
রয়টার্সের পৃথক এক প্রতিবেদন বলছিল, ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের ওই কার্যালয় খুলে দিলেও শুরুতে শুধু ১০ শতাংশ জনশক্তিকে কার্যালয়ে যোগ দিতে দেবে তারা।