হলিউডের সেরা অ্যাডভেঞ্চার সিনেমার তালিকায় ‘ইন্ডিয়ানা জোন্স’ নিঃসন্দেহে থাকবে শীর্ষে। এই ধারাবাহিক রোমাঞ্চকর চলচ্চিত্রের চতুর্থ পর্ব মুক্তি পেয়েছিল ২০০৮ সালে।
তখন ধারণা করা হয়েছিল বয়সের কারণে মার্কিন অভিনেতা হ্যারিসন ফোর্ড ‘ইন্ডিয়ানা জোন্স’ চরিত্রে ফিরবেন না।
তবে সবার ধারণায় ছাই ঢেলে ৭৮ বছরের নায়ক আবারও সাহসী প্রত্নতত্ত্ববিদের ভূমিকায় নামছেন। আর তার সঙ্গে যোগ হচ্ছেন ‘ফ্লিব্যাগ’ এবং ‘সোলো: এ স্টার ওয়ার্স’ খ্যাত অভিনেত্রী ফিবি ওয়ালার-ব্রিজ।
এই অ্যাডভেঞ্চার ধারাবাহিকের আগের পর্বগুলোর প্রযোজনা ও পরিচালনা করেছিলেন স্টিভেন স্পিলবার্গ।
এবার প্রযোজনাতে থাকলেও নির্দেশনার দায়িত্ব তুলে দিয়েছেন ‘লোগান’ এবং ‘ফোর্ড ভার্সেস ফেরারি’ ছবি খ্যাত পরিচালক জেমস ম্যানগোল্ডের কাঁধে।
দি গার্ডিয়ান ডটকম জানায়, নতুন প্রজন্মের ধ্যান ধারণা যেন ছবিতে প্রতিফলিত হয় সে কারণেই ‘ইন্ডি’র চাবুক’ ম্যানগোল্ডের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে।
ম্যানগোল্ড বলেন, “যারা আমার স্বপ্নের মানুষ, সব-সময়ের জন্য দারুণ ছবি বানিয়েছেন, তাদের সঙ্গে কাজ করতে পারছি বলে আমি রোমাঞ্চিত।”
তিনি আরও বলেন, “স্টিভেন, হ্যারিসন, ক্যাথি, ফ্র্যাঙ্ক এরা হলেন আমার জীবনে শৈল্পিক শিল্পী। আর তাদের সঙ্গে উজ্জ্বল নক্ষত্র ফিবি যুক্ত হচ্ছেন। রসায়নটা যে মারাত্মক হবে, তা বলার অপেক্ষা রাখে না।”
২০০৮ সালের মুক্তি পাওয়া ইন্ডিয়ানা জোন্সের চতুর্থ পর্ব নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, বিশ্বব্যাপি ছবিটি ৭ হাজার ৯শ’ কোটি মার্কিন ডলার ব্যবসা করে।
২০১৩ সালে এক সাক্ষাৎকারে ফোর্ড বলেছিলেন, “সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চরিত্রগুলো পূর্ণতা পাচ্ছে। তাই এই চরিত্র ঘিরে আমার ফিরে আসাটাও উপযুক্ত বলে আমি মনে করি।”
ইন্ডিয়ানা জোন্স ধারাবাহিকের প্রথম ছবি ‘রেইডার্স অফ দি লস্ট আর্ক’ মুক্তি পায় ১৯৮১ সালে। দ্বিতীয় পর্ব ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দি টেম্পল অফ ডুম’ মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালে, যেটাতে খল নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন ভারতের প্রয়াত অভিনেতা অমরিশ পুরি।
১৯৮৯ সালে মুক্তি পাওয়া তৃতীয় পর্বে ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দি লাস্ট ক্রসেইড’ ছবিতে হ্যারিসন ফোর্ডের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত শন কনরি।
নাম ঠিক না হওয়া ইন্ডি’র পঞ্চম পর্ব মুক্তির তারিখ ঠিক করা হয়েছে ২০২২ সালের জুলাই মাসে।