ক্যাটাগরি

করোনাভাইরাস: গোপালগঞ্জে গৃহবধূর মৃত্যু

রোববার সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফিজা বেগম নামে ওই গৃহবধুর মৃত্যু হয় বলে জেলার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান।

৩৫ বছর বয়সী হাফিজা গোপালগঞ্জ শহরের গেটপাড়া এলাকার ছবেদ আলীর স্ত্রী ছিলেন।

সিভিল সার্জন বলেন, “করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ওই হাফিজা শনিবার বেলা ১১টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।পরে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয়।”

এ নিয়ে গোপালগঞ্জে করোনাভাইরাসে মোট ৩৬ জনের মৃত্যু হল বলে জানান সুজাত।

তিনি বলেন, গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৯৬ জনে দাঁড়াল।