ডিএমপির
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) করা রিমান্ড আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম মইনুল ইসলাম রোববার এ আদেশ দেন।
শনিবার
বিকালে ঢাকার বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে রেজাউল হককে গ্রেপ্তার করার কথা জানায় কাউন্টার টেররিজম পুলিশ।
এরপর
রোববার রেজাউলকে আদালতে হাজির করে ভাটারা থানার ‘সন্ত্রাসবিরোধী’ আইনের মামলায় ১০ দিনের রিমান্ডের
আবেদন করেন সিটিটিসির পরিদর্শক এসএম রাইসুল ইসলাম।
শুনানি
শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে এ সময় আসামির
পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে পুলিশের
অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের
উপ কমিশনার জাফর হোসেন জানান।
সিটিটিসির
অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরী বলেন, “জেএমবির ভারপ্রাপ্ত আমিরের পদ ছাড়াও রেজাউল
সংগঠনটির দাওয়াহ এবং বায়তুল মাল বিভাগের প্রধান হিসেবে কাজ করতেন। তিনি মূলত জেএমবির শীর্ষ নেতা সালাউদ্দিন সালেহীনের নির্দেশনায় সংগঠনকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। সালেহীন অনেক দিন ধরে দেশের বাইরে পলাতক।”