মাদ্রিদে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে গত মঙ্গলবার ৩-১ গোলে হারে লিভারপুল। ফিরতি পর্বে অ্যানফিল্ডে আগামী বুধবার লা লিগা চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ইংলিশ চ্যাম্পিয়নরা।
২০১৮-১৯ মৌসুমে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে সেমি-ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হেরে ঘরের মাঠে ৪-০ গোলে জিতেছিল লিভারপুল। টিকে থাকতে রিয়ালের বিপক্ষে ঘরের মাঠে জিততে হবে ২-০ গোলে।
প্রিমিয়ার লিগে এই মুহূর্তে সেরা চারে থাকার জন্য লড়ছে লিভারপুল। শনিবার অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জেতে তারা। যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ড। এই জয়ে ঘরের মাঠে টানা ছয় হারের বৃত্ত ভাঙে দলটি। লিগে এই বছরে ঘরের মাঠে এটাই তাদের প্রথম জয়।
এখান থেকে পাওয়া আত্মবিশ্বাস রিয়াল ম্যাচে টেনে নিতে চান ক্লপ। ইউরোপের সফলতম দলটির বিপক্ষে খেলতে চান নিখুঁত এক ম্যাচ।
“(অ্যাস্টন ম্যাচ থেকে) যা কিছু পারি…আমরা নেব। এটা পরিষ্কার। যদি আমরা একটি সুযোগ চাই তাহলে বুধবার আমাদের নিখুঁত পারফরম্যান্স দরকার। যেভাবে আমরা খেলছি ও রিয়াল যেভাবে সেখানে খেলেছে, তাতে আমাদের খুব বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বিষয়টি হলো আমরা আরও ভালো খেলতে পারি…।”
“এরই মধ্যে তারা পরের রাউন্ডে চলে গেছে এমন ভাবনা নিয়ে রিয়াল এখানে আসবে না। কাজটা কঠিন হবে। তবে প্রতিশ্রুতি দিতে পারি আমরা চেষ্টা করব, এটিই শুধু আমরা বলতে পারি।”
লিগে লিভারপুল পেয়েছে টানা তৃতীয় জয়। যা আসছে লড়াইয়ের আগে দলকে উজ্জীবিত করে তুলবে বলে বিশ্বাস ক্লপের।
“এমন একটি মুহূর্তের মধ্যে যখন থাকবেন, সব ম্যাচ জিতবেন…আপনি পরের ম্যাচ খেলতে মুখিয়ে থাকবেন। পারলে পরের দিনই পরের ম্যাচটি খেলতে চাইবেন।”
“অবশ্যই এই মুহূর্তে আমাদের জন্য কাজটা এত সহজ নয়, আমাদের সত্যিই কঠোর পরিশ্রম করতে হবে, একটি গোল করার জন্য আমাদের পাঁচ বা দশটি সুযোগ তৈরি করতে হবে।”