প্রতিপক্ষের মাঠে রোববার ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। জোড়া গোল করেন আলেকসঁদ লাকাজেত, একটি গাব্রিয়েল মার্তিনেলি।
সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ পর জিতল তারা।
গত রাউন্ডে লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলে হারা আর্সেনাল শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ গোলরক্ষকের তেমন পরীক্ষা নিতে পারছিল না। ৩৩তম মিনিটে এগিয়ে যায় তারা।
বুকায়ো সাকাকে পাস দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন লাকাজেত। সাকার পাস খুঁজে নেয় দানি সেবাইয়োসকে। তার ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি ফরোয়ার্ড লাকাজেত।
দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে ৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। ডি-বক্সে ঢুকে নিকোলাস পেপের নেওয়া শট গোলরক্ষক ফেরানোর পর কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান মার্তিনেলি।
৪৪৬ দিন পর প্রিমিয়ার লিগে গোল পেলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর আগে সবশেষ তিনি জালের দেখা পেয়েছিলেন ২০২০ সালের জানুয়ারিতে, চেলসির বিপক্ষে।
৮৫তম মিনিটে টমাস পার্টির থ্রু বল ধরে ডান পায়ের শটে স্কোরলাইন ৩-০ করেন লাকাজেত। চলতি মৌসুমে লিগে তার গোল হলো ১৩টি, সব মিলিয়ে ৫০টি।
৩১ ম্যাচে ১৩ জয় ও ছয় ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠেছে আর্সেনাল। শেফিল্ড ইউনাইটেডের পয়েন্ট ১৪।
দিনের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যানচেস্টার ইউনাইটেড ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-২ গোলে হেরে গেছে লেস্টার সিটি, ৫৬ পয়েন্ট নিয়ে তারা আছে তিন নম্বরে।
৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে চূড়ায় ম্যানচেস্টার সিটি।