রাজধানীর মোহাম্মদপুর থানায় রোববার গাজীপুরে কাপাসিয়ার মো. শাহজাহান জিডি
করেন বলেন বলে অতিরিক্ত উপ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানান।
জিডিতে শাহজাহান অভিযোগ করেছেন, গত ৭ এপ্রিল তার বোনের সঙ্গে সর্বশেষ কথা
হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই।
জিডিতে তার বোনকে নিরাপত্তা দেওয়া এবং খুঁজে বের করে অভিভাবকের কাছে পৌঁছে
দিতে অনুরোধ করা হয়।
৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীসহ মামুনুল হককে অবরুদ্ধ করে
স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে হেফাজত সমর্থক ও মাদ্রাসার ছাত্ররা সেখানে হামলা ও ভাঙচুর
চালিয়ে তাকে নিয়ে যায়।
ঘটনার পর তা গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার পায়। এ নিয়ে আলোচনার
মধ্যে স্ত্রীর সঙ্গে মামুনুলের একটি অডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
অডিওর কথোপকথনের বিষয় নিয়ে বৃহস্পতিবারের ফেইসবুক লাইভে এসে মামুনুল বলেন,
স্ত্রীকে খুশি করতে ‘প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে সত্যকে গোপন করার অবকাশ রয়েছে’।
এ ঘটনাকে ব্যক্তিগত অধিকার লঙ্ঘন হিসেবে বর্ণনা করে মামুনুল এর সঙ্গে জড়িতদের
বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দেন।