তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয়
বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জেলা ফায়ার সার্ভিস
ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানিয়েছেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন শহরের আমলাপাড়ার
প্রেসিডেন্ট রোড এলাকার জিএম গ্রিন গার্ডেন নামে একটি ভবনের নিরাপত্তাকর্মী মো. উজ্জ্বল
(৩৫) ও মানিক মিয়া (৩২)।
স্থানীয়রা জানান, দুই নিরাপত্তাকর্মী
রোববার রাত ১২টার দিকে ভবনের আটতলায় একটি কক্ষে ধূমপান করতে যান। এ সময় আগুন জ্বালানোর
সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা
গিয়ে তাদের উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরেফিন
বলেন, ভবনের আটতলার একটি কক্ষে পাইপ ছিদ্র হয়ে গ্যাস জমে ছিল। আগুনের স্পর্শ থেকে বিস্ফোরণ
ঘটে আগুন ধরে যায়। এ ঘটনায় ২ জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড
প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।