ক্যাটাগরি

‘শখ’ মেটাতে মোটর সাইকেল চুরি করে তরুণ আটক

চুরি
যাওয়া সেই মোটর সাইকেল মালিকের অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ওই তরুণকে আটক করেছে পুলিশ।
 

রোববার
বন্দর নগরীর টাইগার পাস এলাকা থেকে চুরির কয়েক ঘণ্টার মধ্যে মোটর
সাইকেলসহ এক তরুণকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তরুণের নাম জিয়া উদ্দিন শুভ (১৯)। নগরীর কোতোয়ালী
থানার জামালখান বাই লেইনের শরীফ কলোনিতে তাদের বাসা।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন,
আবু মুসা নামে পিডিবির এক প্রকৌশলী রোববার বিকালে থানায় এসে
অভিযোগ করেন যে তার মোটর সাইকেল চুরি হয়েছে।

চেরাগী পাহাড় মোড়ে ফুল কিনতে একটি দোকানে ঢুকেছিলেন মুসা। ১০
মিনিট পর দোকান থেকে বের হয়ে মোটর সাইকেলটি পাননি।

ওসি নেজাম বলেন, অভিযোগ পেয়ে কোতোয়ালি
থানা পুলিশের একটি দল অভিযান শুরু করে। টাইগার পাস মোড়ে মোটর সাইকেলটিসহ শুভকে
গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে নিজের মোটর সাইকেলের শখের কথা
জানান শুভ।

পুলিশ
কর্মকর্তা নেজাম বলেন, “শখ পূরণের জন্য বাবার কাছে আবদার করলেও
তাকে কিনে দেওয়া হয়নি। বাসার অদূরে রাস্তার ওপর পার্কিং
করা মোটর সাইকেলটি দেখে তার ভালো লাগে। সেজন্য চুরি করে মোটর সাইকেলটি।”

শুভর বাবা আন্দরকিল্লা এলাকায় একটি প্রেসে চাকরি করেন। শুভ স্কুলে
নবম শ্রেণি পর্যন্ত পড়া লেখা করে আর করেননি বলে জানিয়েছে পুলিশ।