গতবার বার্সেলোনা ছিল তালিকার দ্বিতীয় স্থানে। সোমবার প্রকাশিত এবারের তালিকা
অনুযায়ী স্প্যানিশ ক্লাবটির মূল্য ৪৭৬ কোটি ডলার, যা গতবারের তুলনায় ১৮ শতাংশ বেশি।
লা লিগা মৌসুমের দ্বিতীয় ক্লাসিকোয় গত শনিবার বার্সেলোনাকে ২-১ গোলে হারানো
রিয়ালের মূল্য ৪৭৫ কোটি ডলার। এই তালিকায় পাঁচবার শীর্ষে থাকা স্প্যানিশ চ্যাম্পিয়নদের
মূল্য বেড়েছে ১২ শতাংশ।
প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে সরিয়ে তিনে আছে জার্মানির বায়ার্ন
মিউনিখ। দলটির মূল্য ৪২১.৫ কোটি ডলার। গতবছর ট্রেবলজয়ী দলটির মূল্য বেড়েছে ৩৯ শতাংশ।
চারে নেমে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের মূল্য ৪২০ কোটি ডলার।
কোভিড-১৯ এর কারণে গত মৌসুমে ম্যাচডে থেকে আয় কমেছে ৪৪.১ কোটি ডলার, ২০১৭-১৮
মৌসুমের তুলনায় যা ৯.৬ শতাংশ কম; তবু শীর্ষ ২০ ক্লাবের গড় মূল্য বেড়েছে ৩০ শতাংশ।
সেরা দশে আছে ইংল্যান্ডের ‘বিগ সিক্সের’ বাকি পাঁচ দল লিভারপুল, ম্যানচেস্টার
সিটি, চেলসি, আর্সেনাল ও টটেনহ্যাম হটস্পার।
শতাংশের হিসেবে সবচেয়ে বেশি মূল্য বেড়েছে পিএসজির। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে
রানার্সআপ হওয়া দলটির মূল্য বেড়েছে ১২৯ শতাংশ; ২৫০ কোটি ডলার মূল্য নিয়ে প্যারিসের
দলটি রয়েছে নবম স্থানে।
ইউরোপের আরেক জায়ান্ট ইউভেন্তুসের সেরা দশে জায়গা হয়নি। ১৯৫ কোটি ডলার মূল্যমান
নিয়ে ইতালিয়ান সেরি আর দলটি রয়েছে একাদশতম স্থানে।