গত ২ এপ্রিল
থেকে ১৭ বছর বয়সী এই মেয়ে নিখোঁজ বলে তার মায়ের অভিযোগ। তিনি সাথী প্যাথলজি
সেন্টারের আয়া ছিলেন।
এই ঘটনায়
মঙ্গলবার নিখোঁজ তরুণীর মা পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ওই তরুণীর
বাবা জানান, তার মেয়ে গত ২ এপ্রিল সকাল ১০টার দিকে বাড়ি থেকে কর্মস্থল পুঠিয়া উপজেলার
‘সাথী প্যাথলজি সেন্টারে’ যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।
মেয়েটির
বাবার বলেন, পরদিন (৩ এপ্রিল) তার বাবা-মা গিয়ে ওই প্যাথলজিতে খোঁজ করলে তারা জানান
যে মেয়েটি ওইদিন বেতন নিয়ে চলে গেছেন।
কয়েকদিন
আগেও তার মোবাইল ফোনের রিং বেজেছে, কেউ রিসিভ করেনি; কিন্তু এখন ফোনও বন্ধ রয়েছে,
বলেন তার বাবা।
পুঠিয়া
থানার ওসি সোহরাওয়ার্দী জানান, নিখোঁজ তরুণীর মা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে ওই তরুণীকে উদ্ধারে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।
দ্রুত সময়ে
মেয়েটির সন্ধান পাওয়া যাবে বলে তার বিশ্বাস।