শেষ আটের দ্বিতীয় লেগে বুধবার বাংলাদেশ সময় ১টায় অ্যানফিল্ডে মুখোমুখি হবে দল দুটি। নিজেদের মাঠে প্রথম লেগে ৩-১ গোলে জিতে সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে রিয়াল।
ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প লিভারপুল ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে লিখেছিল। সেবার সেমি-ফাইনালে বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে ৩-০ গোলে হারের পর অ্যানফিল্ডে তারা জিতেছিল ৪-০ ব্যবধানে। রিয়ালের বিপক্ষে এবারের ম্যাচটিও নিজেদের মাঠে বলে ক্লপ আত্মবিশ্বাসী।
“পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের নিজেদের মতো করে এবং যতটা ভালো পারি, ততটা ভালো খেলতে হবে। জয়ের চেষ্টা করতে হবে এবং এরপর দেখব, ফল আমাদের কোন দিকে নিয়ে যায়।”
“রিয়াল মাদ্রিদের যে মান, তাদের বিপক্ষে ডিফেন্ড করতে হলে আমাদের সর্বোচ্চ পর্যায়ের ডিফেন্ড করতে হবে; যেটা আমরা প্রথম লেগে পারিনি। আমরা ঘুরে দাঁড়াতে পারি, নিজেদের মধ্যে এই বিশ্বাস আনতে হবে। আত্মবিশ্বাস রাখতে পারলেই সেটা সম্ভব হবে। তখনই আমাদের সুযোগ তৈরি হবে, তারপরও সেটা হবে ভীষণ কঠিন।”
টুর্নামেন্টে টিকে থাকতে প্রতিপক্ষের মাঠে যা করতে পারেননি, তা অ্যানফিল্ডে করতে চান ক্লপ।
“৩-১ গোলে পিছিয়ে থাকলে মনে হয়, সেই দল এরই মধ্যে ছিটকে গেছে। তাদের খুব বেশি কিছু হারানোর নেই। কিন্তু আমরা চেষ্টা করব এবং লক্ষ্য পূরণের জন্য ছুটব। এই কাজটাই আমাদের করতে হবে।”
“প্রথম লেগে তারা আমাদের চেয়ে ভালো ছিল এবং আমরা যতটা ভালো খেলতে পারতাম, সেটা পারিনি। কিন্তু ওটা ছিল লড়াইয়ের প্রথম অংশ। (প্রথম লেগের) ফল এবং প্রতিপক্ষের মান একটা সমস্যা। এছাড়া আরও একটা সমস্যা আছে-মাঠে কোনো দর্শক থাকবে না। তাই আমাদেরকেই নিজেদের জন্য প্রয়োজনীয় আবহ তৈরি করতে হবে।”