স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ সংক্রমণ
পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার যে বিজ্ঞপ্তি দিয়েছে, তাতে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার
৭৭০টি নমুনা সংগ্রহের তথ্য জানানো হয়।
আগের দিন ২৪ হাজার ৯৯৫ জনের নমুনা
সংগ্রহের তথ্য জানানো হয়েছিল, যা সংগ্রহ হয়েছিল আগের ২৪ ঘণ্টায়, অর্থাৎ লকডাউন
শুরুর আগের দিন।
বুধবার দেশজুড়ে সর্বাত্মক লকডাউন শুরুর
পর সড়কে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে পুলিশ আটকে
দিচ্ছে, জরিমানাও করা হচ্ছে।
বুধবার সারা দেশে ২৫৫টি ল্যাবে ২৪ হাজার
৮২৫টি নমুনা পরীক্ষা করার কথা জানানো হয়েছিল।
বৃহস্পতিবার জানানো হয়, আগের ২৪
ঘণ্টায় ২৫৫টি পরীক্ষাগারে মোট ২৪ হাজার ৮২৫টি নমুনা পরীক্ষা হয়েছে।
এর মধ্যে ৪ হাজার ১৯২ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। নমুনা পরীক্ষা
বিবেচনায় শনাক্ত রোগীর হার ২০ দশমিক ৮৯ শতাংশ।
আর বৃহস্পতিবার পর্যন্ত ৫০ লাখ ৯৫
হাজার ৬১৩টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮০।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম কোভিড-১৯
রোগী শনাক্ত হয়েছিল। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ১৭০। আর
মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।