আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে আগামী শনিবার শিরোপা লড়াইয়ে মাঠে নামবে বার্সেলোনা। ম্যাচটির জন্য বৃহস্পতিবার ২৬ সদস্যের দলে ঘোষণা করে কাতালান ক্লাবটি। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা দ্বিতীয় পছন্দের গোলরক্ষক নেতোও রয়েছেন এই তালিকায়।
গত নভেম্বরের শুরুর দিকে ফাতির হাঁটুতে অস্ত্রোপচার হয়। সেরে উঠে মাঠে ফিরতে তার চার মাসের মতো সময় লাগতে পারে বলে সেই সময় জানানো হয়েছিল।
ছিটকে যাওয়ার আগে মৌসুমে বার্সেলোনার হয়ে ১০ ম্যাচ খেলেন ফাতি; সাতটি লা লিগায়, তিনটি চ্যাম্পিয়ন্স লিগে। পাঁচ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান দুটি।