হংকংয়ের জেলা আদালতের বিচারক আমান্ডা উডকক জিমি লাইকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছিলেন। সেই সাজা তিন মাস কমিয়ে ১২ মাস করা হয়েছে।
একই মামলায় হংকংয়ের বৃহত্তম বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির নেতা মার্টিন লি’কে ১১ মাসের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে।
দুই বছর আগে হংকং টানা সরকারবিরোধী বিক্ষোভে প্রায় অচল হয়ে পড়েছিল। কয়েক মাসের বিক্ষোভ ও সহিংসতার পর ২০২০ সালের শুরুর দিকে করোনাভাইরাসের প্রকোপ বাড়লে গণতন্ত্রপন্থিদের ওই আন্দোলন দমে যায়।
বিবিসি জানায়, সম্প্রতি কারাগার থেকে জিমি লাইয়ের লেখা একটি চিঠি প্রকাশ করেছে তার পত্রিকা অ্যাপল ডেইলি।
সেখানে জিমি লিখেছেন, “সাংবাদিক হিসেবে ন্যায়বিচারের জন্য কাজ করা আমাদের দায়িত্ব। যতক্ষণ না আমরা অন্যায়ের প্রতি চোখ বন্ধ করে থাকছি, যতক্ষণ না আমরা মন্দকে প্রশ্রয় দিচ্ছি, ততক্ষণই আমরা আমাদের দায়িত্ব পালন করছি।”
লাইয়ের সংবাদমাধ্যম অ্যাপল ডেইলিতে প্রায়ই চীন ও হংকংয়ের সরকারের সমালোচনা দেখা যায়।
কিছুদিন আগেও ২০১৯ সালের আন্দোলনে মুখোশবিরোধী আইন অমান্য করা ও অবৈধ সমাবেশ আয়োজনের অভিযোগে ৪৮ জন গনতন্ত্রপন্থি নেতাকে চার মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।