শুক্রবার বিকাল ৫টার দিকে রাজধানীর ইমপাল্স হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মিল্টন আনোয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে হাসপাতালে ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা রিফাত সুলতানা।
“তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যা সন্তানের জন্ম হয়। পরে বিকাল ৫টার দিকে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।”
৩২ বছরের রিফাত সুলতানা একাত্তর টেলিভিশনের শুরু থেকেই কর্মরত ছিলেন।করোনাভাইরাসে আক্রান্ত তার স্বামী নাজমুল ইসলামও সেখানে চাকরি করেন।
তাদের দুই বছর বয়সী দুজন যমজ সন্তান রয়েছে।
আজ সকালে জন্ম নেওয়া কন্যা সন্তানটি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইনকিউবেটরে রয়েছে।
হাসপাতাল থেকে রিফাত সুলতানার মরদেহ তার বনশ্রীর বাসায় নেওয়া হবে।
বাসা থেকে একাত্তর টেলিভিশন কার্যালয়ে নেওয়ার পর সেখানে জানাজা শেষে আগামীকাল সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানান মিল্টন আনোয়ার।
রিফাত সুলতানার স্বামী নাজমুল ইসলামের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি এখন বাসায় অবস্থান করছেন।
তবে নাজমুল ইসলামের মা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন।