কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ-এর
বরাত দিয়ে এই খবর দিয়েছে রয়টার্স। দেশটির পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান
আল-থানি শনিবার এই পরিকল্পনার কথা জানান।
“বিশ্বকাপের জন্য আসা সবাইকে টিকার আওতায় আনতে
কাজ চলছে। আশা করছি, আমরা কোভিড-মুক্ত একটা ইভেন্ট আয়োজন করতে পারব।”
গত ফেব্রুয়ারিতে ফিফার সভাপতি জিয়ান্নি
ইনফান্তিনো বলেছিলেন, আগামী বছর কাতারে হতে যাওয়া বিশ্বকাপে দেখা যেতে পারে দর্শকপূর্ণ
গ্যালারি।
একই সঙ্গে কাতারের সহাকারী প্রধান মন্ত্রীর
দায়িত্বে থাকা আল-থানির বিশ্বাস, ২০২২ বিশ্বকাপ হতে যাচ্ছে কার্বন-মুক্ত প্রথম কোনো
বৈশ্বিক ইভেন্ট।