নড়িয়া থানার ওসি অবনী শংকর কর জানান, শুক্রবার রাত
সাড়ে ৮টার দিকে নড়িয়ার রাজনগর বেইলি সেতুর কাছে ঢাকা-শরীয়তপুর মহাসড়কে এই দুর্ঘটনা
ঘটে।
নিহতরা হল- নড়িয়া উপজেলার রাজনগর কাজিকান্দি গ্রামের
দোলোয়ার শিকদারের ছেলে বায়েজিদ (১৫) ও সোলাইমান আকনের ছেলে অভি আকন (১৫)।
তারা উপজেলার নশাসন ইসমাইল হোসেন উচ্চবিদ্যালয় অ্যান্ড
কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।
ওসি অবনী বলেন, দুই বন্ধু ইফতারের পর মোটরসাইকেলে করে
নড়িয়া শহরে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা
খেয়ে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। এতে দুইজনই নিহত হয়।
শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বায়েজিদকে
মৃত ঘোষণা করেন আর অভিকে ঢাকায় নেওয়ার পথে পদ্মা পার হওয়ার সময় ফেরিতে রাত ১১টায়
তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।