ক্যাটাগরি

যুবরাজ দিলেন ৫০ লাখ, ৫ হাজার পরিবারের পাশে হরভজন

সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ ৫০ লাখ রুপি অনুদান দিচ্ছেন দেশটির
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। আর অফ স্পিনার হরভজন ও তার স্ত্রী গীতা বাসরা পাঁচ
হাজার পরিবারকে দিচ্ছেন খাদ্য সহায়তা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রোববার কয়েকটি ছবি পোস্ট করে হরভজন
জানান, এ দিন থেকে শুরু করে দিয়েছেন তাদের কার্যক্রম। টুইট
বার্তায় অনুদানের কথা জানান যুবরাজ। অন্যদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান
জানান তিনি।

কিংবদন্তি শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি,
রোহিত শর্মাসহ ভারতীয় দলের সাবেক-বর্তমান আরও অনেক ক্রিকেটার এর আগে
সাহায্যের হাত বাড়িয়েছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের দুই বছরের বেতন দান
করার ঘোষণা দেন সাবেক ব্যাটসম্যান ও বর্তমানে বিজেপির সাংসদ গৌতম গম্ভীর।