শনিবার রাতে শহরটির রাজধানী হাসপাতালের তিনতলায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
দমকলের কর্মী ও কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।
হাসপাতালটির অন্য রোগীদের আশপাশের হাসপাতালগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে।
“এ ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। অন্য রোগীদের অন্যান্য হাসপাতালগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে,” বলেছেন পুলিশ কর্মকর্তা তারকেশ্বর প্যাটেল।
হাসপাতালটির মালিক পক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানিয়েছে।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল এ ঘটনায় মৃত প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।