এতে রাস্তাঘাটসহ প্রায়
১০০ হেক্টর কৃষি আবাদি জমি পানিতে তলিয়ে গেছে বলে স্থানীয়রা জানান।
রোববার সকালে এ ঘটনা ঘটে
বলে কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজালুল হক সরকার জানান।
আফজালুল হক সরকার বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে তিস্তা ব্যারেজের সেচ প্রকল্পের একটি ক্যানেলের
পাড় ভেঙে তীব্র বেড়ে পানি গ্রামের পর গ্রাম প্লাবিত করে।
“আমার নিজের বাড়িসহ গ্রামের
অসংখ্য ঘরবাড়িতে পানি ঢুকেছে। রাস্তাঘাট, ছোট ছোট সেতু ও কালভার্ট ভেঙে যাওয়ার ঝুঁকিতে
পড়েছে।”
ক্যানেলের পাড়ের ৫০ ফুটের
মতো অংশ ভেঙে অন্তত আটটি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে বলে তিনি জানান।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী
প্রকৌশলী আব্দুস শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আজ করছি। তবে খালের
পানি শুকিয়ে গেলে আমরা বিকালের মধ্যে ক্যানেল মেরামতের কাজ করতে পারব।”
কী কারণে ভেঙেছে তা তদান্ত
করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।