ক্যাটাগরি

সিঙ্গাপুরে একদিনে রেকর্ড আক্রান্ত ১২০, কোয়ারেন্টিনে ২০,০০০ শ্রমিক

রোববার দেশটিতে এ রেকর্ডসংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার পর প্রায় ২০ হাজার অভিবাসী শ্রমিকের ডরমিটরি কোয়ারেন্টিন করে রাখা হয়েছে।

নতুন আক্রান্তদের ১১৬ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। তাদের অনেকেরই সংক্রমিত হওয়ার সঙ্গে অভিবাসী শ্রমিকদের দুটি ডরমিটরির সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

একারণে এখন অভিবাসী শ্রমিকদেরকে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তারা ১৪ দিন নিজ নিজ কক্ষে থাকবেন।

সিঙ্গাপুরে শনিবার ৭৫ জন করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছিল।এরপরই একলাফে নতুন আক্রান্তের সংখ্যা ৬০ শতাংশ বেড়ে গেল।

সিঙ্গাপুরে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৩০৯ জন এবং মারা গেছে ৬ জন।

সিঙ্গাপুরে লাখো অভিবাসী শ্রমিক আছেন। তারা বিভিন্ন ডরমিটরিতে গায়ে লাগালাগি কোয়ার্টারগুলোতে বাস করেন।

এই শ্রমিকরা নির্মাণকাজ থেকে শুরু করে গৃহস্থালী কাজ এবং পরিচ্ছন্নতাকর্মী হিসাবেও কাজ করেন। শ্রমিকদের অনেকেই এরই মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

সিঙ্গাপুর ৭ এপ্রিল থেকে লকডাউনের ঘোষণা দিয়েছে।তার আগেই দেশটিতে একদিনে  করোনাভাইরাস আক্রান্ত একলাফে অনেকটা বেড়ে গেল।

প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঠেকাতে কেবল জরুরি সেবা ছাড়া স্কুলসহ বেশিরভাগ অফিস-আদালত একমাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর।

স্কুলগুলো বন্ধ হয়ে অনলাইন ক্লাস চলবে ৮ এপ্রিল বুধবার থেকে। গত শুক্রবার এক ঘোষণায় একথা জানান সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। লোকজনকে এ সময়ে বাড়িতে থাকা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।