ক্যাটাগরি

করোনাভাইরাস: নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের মৃত্যু

স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৪টায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বলে হাসপাতালের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম হাওলাদার।

কামাল আহমেদের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ৫ ভাই ও ৫ বোন সহ বহু আত্মীয়-স্জন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা গ্রামে।

গত ৩১ মার্চ দুপুর ১২টায় গুরুতর অসুস্থ হয়ে এলমহার্স্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন কামাল আহমেদ।

বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী জানান, কামাল আহমেদের ইচ্ছা অনুযায়ী লং আইল্যান্ডে তাদের পারিবারিক গোরস্তানে তাকে দাফনের প্রস্তুতি চলছে।

কামাল আহমেদ এর আগে নিউ ইয়র্কে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেন।

এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাস সংক্রমণে নিউ ইয়র্কসহ আশপাশের এলাকার ৭৩ বাংলাদেশির মৃত্যু হলো। এরমধ্যে ১২ জনের মতো নারীও রয়েছেন। বিভিন্ন হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে নিবিড় পরিচর্যায় রয়েছে বর্তমানে প্রায় আড়াইশ প্রবাসী বাংলাদেশি।

এদের মধ্যে রয়েছেন-  বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য বাকির আজাদ প্রমুখ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!