ক্যাটাগরি

লকডাউন: চট্টগ্রামে ৬২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

রোববার সকাল থেকে বিকেল
পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের ১০টি অভিযান দল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেনাবাহিনী
ও পুলিশ সহযোগে চেকপোস্ট বসিয়ে জনগণের অবাধ চলাফেরা কঠোরভাবে  নিয়ন্ত্রণ করতে অভিযান চালানো হয়।

“এমনকি অলিগলিতে অভিযান
হয়েছে আড্ডাবাজি থামাতে। বিনা কারণে অহেতুক যারা ঘরের বাইরে বের হয়েছেন তাদেরকে জরিমানা
করা হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে।”

তিনি বলেন, সরকারি
আদেশ অমান্য করে বিনা কারণে ঘোরাঘুরি করা, জরুরি সেবা ও পণ্য ছাড়া অপ্রয়োজনীয় দোকান
খোলা রাখা,  অলিগলিতে বিভিন্ন স্থানে আড্ডাবাজি
এবং বিনা প্রয়োজনে গাড়ি-মোটরবাইকে যাতায়াত করায় মোট ৬২টি মামলায় ৬২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে
এক লাখ ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

সরকারি আদেশ ও  রাষ্ট্রীয় আইন ভঙ্গের অভিযোগে এ জরিমানা করা হয়
বলে জানান তিনি।

রোববার নগরীর চকবাজার,
পাহাড়তলি, আকবর শাহ, পতেঙ্গা,  লালখান বাজার
মোড়, জিইসি মোড়, বন্দর এলাকা, হালিশহর এলাকায় অভিযান পরিচালিত হয়।