ক্যাটাগরি

গাইবান্ধায় পরিত্যক্ত কুয়ায় ২ ভাই নিহত

নিহতরা হলেন- উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের মো. আফতাব রহমানের ছেলে হাবিবুর রহমান (২৫) ও হাসান মিয়া (৩০)।

সোমবার সকালে তারা মারা যান বলে গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান।

তিনি বলেন, ভোরে বাড়ির উঠানের পাশে টয়লেটে যান হাবিবুর। ঘরে ফেরার পথে কুয়ার দুর্বল ঢাকনা ভেঙে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করতে ভেতরে নামেন বড় ভাই হাসান ও প্রতিবেশী মিন্টু মিয়া (৩২)।তারা তাকে উদ্ধারে ব্যর্থ হয়। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে হাবিবুর ও হাসানের লাশ পান।

তাছাড়া তারা মিন্টুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মেহেদী হাসান।