বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগুন নেভাতে চারটি হেলিকপ্টার ব্যবহার করে পানি ঢালছে দমকল বাহিনী। এছাড়াও বিভিন্ন আবাসিক ও প্রাতিষ্ঠানিক ভবন খালি করতে শুরু করেছে দমকল বাহিনী।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকেরা আগুন থেকে রক্ষা করার জন্য টেবল মাউন্টেনের কাছাকাছি এলাকার মানুষকে সরিয়ে নিচ্ছেন।
শহরের ওয়ালমার এস্টেটে থাকা মন্ত্রীপরিষদের সদস্যদের আবাসিক ভবনগুলোও খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার ভোরে কেপ টাউন শহরের ‘ডেভিলস পিকে’ এলাকায় আগুন লাগলে তা ধীরে ধীরে কেপ টাউন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে গিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়।
বিশ্ববিদ্যালয়ের ক্ষয়ক্ষতি ছাড়াও শহরের রোডস মেমোরিয়ালে জনপ্রিয় রেস্টুরেন্ট ও ১৭৯৬ সালে প্রতিষ্ঠিত মসটার্ট মিলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ২৫০ জন দমকলকর্মী। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দুইজন দমকলকর্মী।
দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল পার্কস কর্তৃপক্ষ জানায়, রোববার স্থানীয় সময় সকাল নয়টায় তারা সতর্কবার্তা পান।
কম আর্দ্রতা ও শুকনো ঝোপঝাড়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রথমে ধারণা করা হলেও পরে আগুন লাগানোর সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়।
এই আগুন নিয়ন্ত্রণে আনতে অন্তত তিন দিন সময় লাগতে পারে বলে মনে করছেন দমকলকর্মীরা।