প্রতিষ্ঠাকালীন ১৫ দল এবং প্রতি বছর কোয়ালিফাই করে আসা আরও ৫টি মিলিয়ে ২০ দল নিয়ে ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনের পরিকল্পনা কর্তৃপক্ষের। তবে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা, ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাসহ বিভিন্ন ফুটবল ফেডারেশন।
এই টানাপোড়েনের মধ্যে ইউনাইটেড ও ইউভেন্তুসের শেয়ারে ক্রেতাদের আগ্রহ বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স। নিউ ইয়র্ক স্টক একচেঞ্জে ইউনাইটেডের শেয়ারের দর ৯ শতাংশ বেড়েছে। ইউভেন্তুসের শেয়ারের দর বেড়েছে উল্লেখযোগ্য হারে; ১৯ শতাংশ।
সুপার লিগের পৃষ্ঠপোষকতা করছে যুক্তরাষ্ট্রের জেপি মরগ্যান ব্যাংক। ইতালিয়ান ইন্টারন্যাশনাল ব্যাংকিং গ্রুপ ইন্তেসা সানপাওলোর বিশ্লেষণ অনুযায়ী, চ্যাম্পিয়ন্স লিগের বাৎসরিক লভ্যাংশের (২ কোটি ৪০ লাখ ইউরো) চেয়ে বেশি শুধু টিভি স্বত্ব থেকেই পাবে সুপার লিগ। আবার মোট লভ্যাংশ বন্টন করা হবে মাত্র ২০টি দলের মধ্যে।
ম্যাচগুলোর মান, ক্লাবগুলোর বিপুল সংখ্যা দর্শকের বিবেচনায় এর টিকেট বিক্রি, স্পন্সরশিপ থেকেও বেশি লাভ আসবে-এই বিষয়গুলোও উঠে এসেছে ওই বিশ্লেষণে।