ব্রিটিশ-মার্কিন অভিনেতা ক্রিশ্চেন বেয়ল ডিসি কমিকস নির্ভর ধারাবাহিক সিনেমা ‘ডার্ক নাইট’য়ে হয়েছিলেন ব্যাটম্যান। আর ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির মাধ্যমে তিনি হতে যাচ্ছেন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ভয়ঙ্কর ভিলেন।
এখন সেই চরিত্র রূপায়ন করতে গিয়ে পুরো মাথা কামাতে হয়েছে অভিনেতাকে।
কমিকবুক মুভি ডটকম জানায়, বেয়ল ছবিতে ‘গর দি গড বুচার’ চরিত্রে অভিনয় করছেন। বিস্তারিত জানা না গেলেও, কমিকসের গল্প অনুসারে এই চরিত্র এমনই ভয়ঙ্কর যে থ্যানোস সেখানে লজ্জা পায়।
গত বছর নভেম্বর মাসেই নিশ্চিত হওয়া গিয়েছিল ব্যাটম্যান খ্যাত ক্রিশ্চেন বেয়ল ভিলেনের ভূমিকায় অভিনয় করবেন মার্ভেলের ছবিতে, ক্রিস হেম্সওর্থের সঙ্গে।
‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবিতে হেম্সওর্থ যথারীতি ‘থর’য়ের ভূমিকায় আছেন। তার সঙ্গে আরও যুক্ত হবেন ‘লেডি সিফ’ হিসেবে জেইমি অ্যালেক্সান্ডার, ‘ভ্যালকিয়েরি’ চরিত্রে টেসা থম্পসন, ‘জেন ফস্টার’ ওরফে ‘লেডি থর’ হিসেবে নাটালি পোর্টম্যান।
এছাড়াও বাড়তি পাওনা হিসেবে থাকছে ‘গার্ডিয়ান অফ দি গ্যালাক্সি’র পাত্র-পাত্রীরা সঙ্গে ম্যাট ডেইমন।
টাইকা ওয়াইটিটি পরিচালিত ছবিটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়ে আছে ২০২২ সালের ৬ মে।