ক্যাটাগরি

কুষ্টিয়ায় পদ্মায় ডুবে প্রাণ গেল কিশোরের

সোমবার বিকালে লালন
শাহ সেতুর নিচে পদ্মা নদীতে নুহু (১৬) নামের এই কিশোর ডুবে যায়; দুই ঘণ্টা পর ডুবুরিরা
তার লাশ উদ্ধার করেন।

নুহ ভেড়ামারা উপজেলার
গোলাপনগর গ্রামের মোসাদ্দেক আলীর ছেলে এবং মোকারিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির
ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে
ভেড়ামারা থানার ওসি মো. শাহ জালাল জানান, বিকার সাড়ে ৩টার দিকে নুহসহ চার বন্ধু পদ্মা
নদীতে গোসল করতে নামেন। এ সময় সাঁতার কাটতে গিয়ে নুহ পানিতে তলিয়ে যান।

“অপর তিন জন তীরে উঠে
স্থানীয়দের জানালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা
প্রায় দুই ঘণ্টা পর নুহ-এর লাশ উদ্ধার করেন।”

ওসি আরও জানান, পরিবারের
পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।