ক্যাটাগরি

জনসনের টিকার সঙ্গে রক্ত জমাট বাঁধার যোগসূত্র থাকতে পারে: ইএমএ

ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা ইএমএ মঙ্গলবার জনসন অ্যান্ড জনসনের টিকার সঙ্গে মানবদেহে রক্ত জমাট ‍বাঁধার উপসর্গ দেখা দেওয়ার সম্ভাবনা থাকার বিষয়ে সতর্ক করেছে এবং যারা এই টিকা নেবেন তাদেরকে এ ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দিয়েছে।

যদিও বিষয়টি এখনও যুক্তরাজ্যে প্রমাণ হয়নি বলেও জানিয়েছে তারা। ইএমএ থেকে বলা হয়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার ফলে মানবদেহে রক্ত জমাট বাঁধার যে অল্প কয়েকটি ঘটনা ঘটেছে এর বেলাও ‘অনেকটাই সেই রকম’ হচ্ছে।

“তবে এখনও জনসন অ্যান্ড জনসনের টিকা গ্রহণে ঝুঁকির তুলনায় লাভ ‍অনেক বেশি।”

রক্ত জমাট বাঁধা: যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের টিকা স্থগিতের পরামর্শ
 

বিবিসি জানায়, যুক্তরাজ্যে প্রায় ৭০ লাখ মানুষকে জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে আট জনের শরীরে রক্ত জমাট বাঁধার উপসর্গ দেখা দেওয়ার খবর পাওয়া গেছে। ইএমএ রক্ত জমাট বাঁধার ঘটনাগুলো পর্যবেক্ষণ করছে।

এর আগে রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনা সামনে আসায় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ দেশটিতে জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ টিকা স্থগিত রাখার পরামর্শ দেয়।