মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ এসব সামগ্রী বিতরণ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রাজ্জাক খান বলেন, জাতীয় যে কোনো দুর্যোগময় পরিস্থিতিতে মিনিস্টার গ্রুপ সব সময় মানুষের পাশে থাকে।
“শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, দেশের মানুষের সেবার জন্য আমরা সর্বদা নিয়োজিত থাকতে চাই। দেশের মানুষের জন্য কাজ করতে চাই।”
করোনাভাইরাস মহামারী শুরুর পর রাজধানীর বিভিন্ন এলাকায় বিনামূল্যে মিনিস্টারের মাস্ক, হ্যান্ডওয়াশের মত বিভিন্ন সুরক্ষা পণ্য বিতরণ করেছে শিল্প গ্রুপ।