শুক্রবার প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এ ঘোষণা দিয়েছেন। করোনাভাইরাস মহামারীর শুরু থেকে পরিস্থিতি সামলাতে এ নিয়ে দেশটি তৃতীয় দফায় জরুরি অবস্থা ঘোষণা করল।
রাজধানী টোকিও, ওসাকা এবং আরও দুটো প্রশাসনিক এলাকায় প্রায় দু’সপ্তাহ সীমিত পরিসরে কড়া এই জরুরি অবস্থা জারি থাকবে বলে জানিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী সুগা জানান, রোববার থেকে জরুরি অবস্থা শুরু হবে এবং চলবে ১১ মে পর্যন্ত। এর আওতায় থাকবে টোকিও, ওসাকা, কিয়োটো এবং হিয়োগো।
এই সময়টিতে পানশালা, রেস্তোরাঁ, কারাওকে বার ও পাচিঙ্কো পার্লারের মতো বিনোদনমূলক প্রতিষ্ঠানসহ ডিপার্টমেন্টাল স্টোরগুলোও বন্ধ রাখতে হবে। কেউ এই নির্দেশনা না মানলে শাস্তি দেওয়া হবে।
টোকিওয় অলিম্পিক গেমসের আসর বসবে তিন মাস পরই। তার আগে এই পদক্ষেপ নেওয়ায় করোনাভাইরাস সংক্রমণ বাগে আনা যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন সুগা।
তাছাড়া, এপ্রিলের শেষ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত জাপানে ‘গোল্ডেন উইক’ এর ছুটি চলাকালে মানুষের অবাধ যাতায়াতে যাতে ভাইরাস সংক্রমণ না ছড়ায় সেকথা মাথায় রেখেও নেওয়া হয়েছে এ পদক্ষেপ।