রোববার বিকালে ফরিদপুর
কোতোয়ালি থানায় আগের সন্ধ্যার এই হামলার ঘটনায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
‘জমিজমা নিয়ে বিরোধের
জেরে’ এ ঘটনার শিকার ডিক্রিরচর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেনের
পরিবার।
হামলায় আহত কয়েকজনকে
ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালী থানার
উপ-পরিদর্শক সুজন বিশ্বাস বলেন, হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেছি। ঘটনার সঙ্গে
জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শ্রমিকনেতার পরিবার ও
পুলিশ জানায়, জমিজমা-সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে শনিবার সন্ধ্যায় ডিক্রির চর
ইউনিয়নের আইজদ্দিন মাতুব্বর ডাঙ্গী গ্রামে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দেলোয়ারের
বাড়িতে হামলা চালানো হয়।
মামলার বাদী সরোয়ার
হোসেন অভিযোগ করে বলেন, হামলায় আমার ভাই-ভাবীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছে। আহতরা
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি বলছেন, হামলার পর
প্রতিপক্ষরা তাদের পুকুরে বিষ দিয়ে তিন লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে।