দুপুরের দিকে একাধিক ফোনকলে পুলিশ ক্রওলি কলেজে ওই ঘটনা ঘটার খবর পায় বলে জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে ঘটনাস্থলে অসংখ্য সশস্ত্র পুলিশ জড়ো হতেও দেখা গেছে।
সাসেস্কের পুলিশ এক বিবৃতিতে বলেছে, “ক্রওলি কলেজের কাছে গুলির খবর আসার পরই আমরা ঘটনাস্থলে যাই। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
পুলিশ ওই এলাকা থেকে সবাইকে দূরে থাকার অনুরোধ করেছে। ছাত্র ও কর্মচারীদেরকে কলেজ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘটনায় দুইজন আহত হলেও আঘাত গুরুতর নয়।”
ক্রওলি কলেজ জানায়, তারা পুলিশের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় আছে।