রোববার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ পৌরসভার উপরের বাজার ও থানার সামনে এ অভিযান পরিচালনা করেন টেকনাফ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো এরফানুল হক চৌধুরী।

তিনি বলেন, রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে উপরের বাজারের সিরাজ স্টোর, তাহের স্টোর, মোহাম্মদ আলী এন্টারপ্রাইজ, নিউ ভাই ভাই স্টোর ও থানা রোডের মোহাম্মদ ইসমাইল স্টোর, মৌলভী আব্দুল্লাহ এন্টারপ্রাইজ, মেসার্স নিপুর চৌধুরী স্টোর ও জহির আহমেদ মুদির দোকান থেকে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এরফানুল।