ক্যাটাগরি

মানিকগঞ্জে কৃষি জমির মাটি বিক্রির অভিযোগে লাখ টাকা জরিমানা

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, শনিবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডিত তোফাজ্জল (২৫) শিবালয় উপজেলার আটঘর তেওতা হযরত আলীর ছেলে।

সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফসলি জমি যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কিন্তু অভিযানের খবর পেলে জড়িতরা পালিয়ে যায় বলে স্পটে গিয়ে কাউকে ধরা যাচ্ছিল না। শনিবার গভীর রাতে ভেকু চালক তোফাজ্জল ও মাটি ব্যবসায়ী দুলাল সূত্রধরকে এলাকাবাসী আটকে রেখে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তোফাজ্জলকে ধরা করা হলে দুলাল পালিয়ে যায়।

তিনি বলেন, তোফাজ্জল তাদের জানায় যে, দুলালের নির্দেশেই তিনি ভেকু দিয়ে মাটি কাটেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তোফাজ্জলকে ১ লাখ টাকা জরিমানা করে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।