ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে পঞ্চম বারের মতো নিষেধাজ্ঞা দেওয়ার কথা বিবেচনা করছে। এ লক্ষ্যে ইইউয়ের রাষ্ট্রদূতরা বৈঠক করেছেন। এবার রাশিয়ার কয়লা আমদানির ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।
এ সময়ই ইউরোপীয় পার্লামেন্টকে ওই তথ্য জানিয়েছেন বৈদেশিক নীতি বিষয়ক প্রধান যোসেফ বোরায়েল ফুয়েন্তেয়েস, জানিয়েছে বিবিসি।
“নিজেদের রক্ষা করার জন্য ইউক্রেইনীয়দের আমাদের সাহায্য করতে হবে। আমরা ইউক্রেইনকে ১ বিলিয়ন ডলার দিয়েছি। এটি শুনতে অনেক মনে হতে পারে, কিন্তু ১ বিলিয়ন হচ্ছে সেই পরিমাণ যা আমরা প্রতিদিন পুতিনকে দিচ্ছি তার দেওয়া গ্যাসের বিনিময়ে,” বলেন বোরায়েল।
“আজ আমরা কয়লা (আমদানি) বন্ধ করেছি, কিন্তু এটি বিলের শুধু ছোট একটি অংশ মাত্র,” ইউরোপীয় পার্লামেন্টের এমইপিদের উদ্দেশ্যে বলেন তিনি।
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লিয়েন বলেছেন, তারা রাশিয়ার তেল আমদানিসহ আরও নিষেধাজ্ঞা দেওয়ার জন্যও ‘কাজ করছেন’।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, কয়লার ওপর নিষেধাজ্ঞা হবে রাশিয়ার জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রথম পদক্ষেপ।
হোয়াইট হাউজ জানিয়েছে, ওয়াশিংটনের তত্ত্বাবধানে শিল্পোন্নত সাত দেশের জোট ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ব্যাংক ও কর্মকর্তাদের বিরুদ্ধে এবং রাশিয়ায় নতুন বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।
আরও খবর:
বুচা হত্যাকাণ্ডের পর রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্র ও মিত্রদের
বন্ডের কিস্তি শোধ আটকে দিল যুক্তরাষ্ট্র, খেলাপি হওয়ার ঝুঁকিতে রাশিয়া
বুচার মতো নৃশংসতার শিকার আরও অনেক নগরী আছে: জাতিসংঘকে জেলেনস্কি