ক্যাটাগরি

খালেদা জিয়া আবার হাসপাতালে

বুধবার বিকাল সোয়া ৪টায় ঢাকার গুলশানের বাসা থেকে একটি প্রাইভেটকারে করে হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

এর আগে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “মেডিকেল বোর্ড ম্যাডামের কিছু পরীক্ষা-নিরীক্ষার করার পরামর্শ দিয়েছেন। সেজন্য তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে সেই নির্ধারিত টেস্টগুলো করা হবে।”

খালেদা জিয়া এই দফায় হাসপাতালে ভর্তি হবেন কি না, তা পরীক্ষার ফল দেখে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানান ডা. জাহিদ।

এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ শারীরিক জটিলতায় ভুগছেন।

গত বছরে নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ে। তখন তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন টানা ৮১ দিন। গত ১ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ২০১৮ সালে কারাগারে যেতে হয়। দেশে করোনাভাইরাস মহামারী শুরুর পর পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার।

খালেদা জিয়াকে চিকিৎসা করাতে বিদেশে নেওয়ার দাবি জানিয়ে আসছে তার পরিবার ও বিএনপি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আইনিভাবে তা সম্ভবপর নয় বলে সরকার তা প্রত্যাখ্যান করছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলছেন, খালেদা জিয়াকে  বিদেশ নিতে হলে তাকে পুনরায় কারাগারে ফিরে নতুন করে মুক্তির আবেদন করতে হবে। 

খালেদার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে

বাড়ি ফিরেছেন খালেদা; এখনও সুস্থ নন, বলছেন চিকিৎসকরা