ক্যাটাগরি

ময়মনসিংহে ৩ ভাইসহ চারজনের যাবজ্জীবন

ময়মনসিংহের
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে
তাদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং জরিমানা আদায় না হলে প্রত্যেক আসামিকে আরও ছয়
মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। 

সাজাপ্রাপ্ত
আসামিরা হলেন- জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার দিঘালিয়া গ্রামের আলী হোসেন ওরফে শুকুর মাহমুদের
তিন ছেলে আবুল হোসেন, রমজান আলী, নূরুল ইসলাম এবং পাশের নান্দাইল উপজেলার বরুনাকান্দা
গ্রামের আবুল কাশেমের ছেলে উজ্জ্বল মিয়া। 

রায় ঘোষণার
সময় আসামিরা আদালতে ছিলেন।

আদালতের
পিপি কবীর উদ্দিন ভূঁইয়া মামলার নথির বরাতে জানান, জমির বিরোধের জেরে ২০১৫ সালের ৩
জুলাই দিঘালিয়া এলাকার আবুল কালাম নামে এক ব্যক্তিকে হামলা চালিয়ে মারধর করা হয়। এ
ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা হয়।

পিপি বলেন,
সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত চার আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় দিল। বাদী সঠিক
বিচার পেয়েছেন।